একজন চেন্নাইয়ের ছাত্র থেকে গুগলের বৈশ্বিক নেতৃত্ব পর্যন্ত

Pichai Sundararajan, যিনি বিশ্বজুড়ে Sundar Pichai নামে পরিচিত, জন্মগ্রহণ করেন ১৯৭২ সালের ১২ জুলাই, ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহরে। তাঁর বাবা রঘুনাথ পিচাই ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা লক্ষ্মী ছিলেন একজন স্টেনোগ্রাফার। ছোটবেলায় তিনি একঘরে চারজনের একটি ছোট ফ্ল্যাটে বড় হন, যেখানে পরিবারের প্রথম টেলিফোন এসেছিল তাঁর বয়স যখন ১২।

Sundar পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন। তিনি চেন্নাইয়ের Jawahar Vidyalaya থেকে স্কুল শেষ করেন এবং পরে ভর্তি হন IIT Kharagpur-এ। সেখান থেকে Metallurgical Engineering-এ ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি Stanford University থেকে Materials Science and Engineering-এ মাস্টার্স ডিগ্রি এবং পরবর্তীতে Wharton School of the University of Pennsylvania থেকে MBA সম্পন্ন করেন।

পড়াশোনার শেষে তিনি কিছুদিন Applied Materials এবং McKinsey & Company-তে কাজ করেন। ২০০৪ সালে তিনি Google-এ যোগ দেন Product Manager হিসেবে। Google Toolbar নিয়ে কাজের মাধ্যমে তাঁর দক্ষতা দ্রুত নজরে আসে। এরপর তিনি Google Chrome ব্রাউজার ডেভেলপমেন্টের দায়িত্ব পান এবং এর বিশাল সাফল্যের মাধ্যমে কোম্পানিতে তাঁর গুরুত্ব বাড়তে থাকে।

Sundar পিচাইয়ের নেতৃত্বে Chrome ব্রাউজার, Chrome OS, এবং Google Drive-এর মতো সেবা চালু হয়। তিনি Android বিভাগের দায়িত্বও গ্রহণ করেন ২০১৩ সালে, যখন Android এর ব্যবহার দ্রুত বাড়ছিল বিশ্বজুড়ে।

২০১৫ সালে, যখন Google নতুন মাদার কোম্পানি Alphabet Inc. গঠন করে, তখন Sundar Pichai কে করা হয় Google-এর CEO।

২০১৯ সালের ডিসেম্বরে তিনি আরও এক ধাপ এগিয়ে Alphabet Inc.-এরও CEO নিযুক্ত হন।

বর্তমানে তিনি Google ও Alphabet-এর নেতৃত্বে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সার্চ ইঞ্জিন, ক্লাউড কম্পিউটিং এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *