প্রযুক্তি জগতের নিরব বিপ্লবী!

Timothy Donald Cook জন্মগ্রহণ করেন ১৯৬০ সালের ১ নভেম্বর, যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ছোট শহর রবার্টসডেলে। তাঁর বাবা ছিলেন একজন শিপইয়ার্ড কর্মী এবং মা ছিলেন একজন ফার্মাসি কর্মী। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হলেও Tim পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী।

তিনি Auburn University থেকে Industrial Engineering-এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে Duke University’s Fuqua School of Business থেকে MBA ডিগ্রি লাভ করেন।

ক্যারিয়ার শুরু হয় IBM-এ। সেখানে তিনি ১২ বছর ধরে কাজ করেন, মূলত ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। এরপর কিছু সময় তিনি Intelligent Electronics এবং Compaq-এ দায়িত্ব পালন করেন।

১৯৯৮ সালে Steve Jobs-এর আমন্ত্রণে তিনি Apple-এ যোগ দেন। সে সময় Apple বড় ধরনের আর্থিক সংকটে ছিল, আর অনেকেই বিশ্বাস করত না কোম্পানির ভবিষ্যৎ আছে। কিন্তু Tim Cook সেই ঝুঁকি নিয়েছিলেন।

Apple-এ যোগ দেওয়ার পর Tim Cook মূলত কোম্পানির সাপ্লাই চেইন ও অপারেশনস পুনর্গঠন করেন। তিনি সাপ্লাইয়ার কমিয়ে দেন, স্টক ম্যানেজমেন্ট উন্নত করেন এবং খরচ কমিয়ে Apple-কে লাভজনক পথে নিয়ে আসেন।

তাঁর দক্ষ নেতৃত্বে Apple ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং Steve Jobs-এর উদ্ভাবনী পণ্য পরিকল্পনাগুলোর বাস্তবায়ন আরও কার্যকর হয়।

২০১১ সালে Steve Jobs মৃত্যুর আগে Tim Cook-কে নিজের উত্তরসূরি হিসেবে Apple-এর CEO হিসেবে নিযুক্ত করেন।

CEO হওয়ার পর অনেকেই ভেবেছিল, Apple হয়তো Jobs-এর ক্যারিশমা হারিয়ে ফেলবে। কিন্তু Tim Cook তাঁর নিজস্ব ব্যবস্থাপনা কৌশল, পেশাদারিত্ব এবং সাবলীল নেতৃত্ব দিয়ে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

তাঁর নেতৃত্বে Apple বাজারে আনে:

•iPhone-এর উন্নত সংস্করণগুলো

•Apple Watch

•AirPods

•M1 chip-যুক্ত MacBook

•Apple Services (Apple Music, iCloud, Apple TV+)

Tim Cook প্রযুক্তির পাশাপাশি নিরাপত্তা, ব্যবহারকারীর গোপনতা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে গুরুত্ব দিয়েছেন। তাঁর সময়েই Apple হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিক কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *