যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বুয়েটিয়ান শামীউল আলম।
শামীউল আলমের শৈশব কেটেছে টাঙ্গাইলে। ২০১০ সালে তিনি সুতী ভি.এম. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ২০১২ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন এবং ২০১৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
শামীউল ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) তে ফ্যাকাল্টি হিসেবে কাজ করেন। এরপর উচ্চতর গবেষণার জন্য ২০২০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সম্প্রতি তিনি ইউনিভার্সিটি অফ টেনেসি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। ২০২৫ সালের এই ফ্যালে তিনি ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।