যারা অন্যরকম পাঠশালা বা উদ্ভাস-এ গণিত পড়েছেন, তারা নিশ্চয়ই এক পরিচিত মুখকে মনে করতে পারবেন—আশিকুজ্জামান রাসেল ভাই। এক যুগ আগেও যখন অনলাইন শিক্ষা ছিল সীমিত, তখন থেকেই তিনি বিনামূল্যে ক্লাস নিয়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। তাঁর ব্যতিক্রমী শেখানোর পদ্ধতি হাজারো শিক্ষার্থীর গণিত ভীতিকে ভালোবাসায় রূপান্তর করেছে।
এই ফল সিজনে তিনি University of Missouri-Kansas এ Assistant Professor হিসেবে যোগ দিচ্ছেন—যা সত্যিই বাংলাদেশের শিক্ষাজগতের জন্য গর্বের।
📚 বুয়েট থেকে EEE-তে গ্র্যাজুয়েশন করার সময় তিনি উদ্ভাসে শিক্ষকতা এবং স্যামসাং R&D তে ইন্টার্নশিপ করেন। এরপর তিনি Daffodil International University-তে Lecturer হিসেবে কাজ শুরু করেন।
🎓 উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান কানাডার Concordia University-তে, যেখানে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন।
২০২৩ সালে তিনি Johns Hopkins University-তে Postdoctoral Fellow হিসেবে যোগ দেন—যা বিশ্বমানের গবেষণার একটি বড় প্ল্যাটফর্ম।
এখন, সেই রাসেল ভাই যুক্ত হচ্ছেন একটি সম্মানজনক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, গবেষণার নেতৃত্ব দিতে।