বিশ্বের খ্যাতনামা সাময়িকী টাইম তাদের ২০২৫ সালের ‘বিশ্ব স্বাস্থ্যখাতে প্রভাবশালী ১০০ ব্যক্তি’র তালিকায় স্থান দিয়েছে আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে। মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, এবং সীমিত-সম্পদের অঞ্চলে স্বাস্থ্য সমস্যার উদ্ভাবনী সমাধানে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে।
ড. তাহমিদ আহমেদের নেতৃত্বে আইসিডিডিআর,বি স্বাস্থ্য খাতে গবেষণা, উদ্ভাবন, এবং জীবনরক্ষাকারী পদক্ষেপের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। এছাড়া, বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেছে প্রতিষ্ঠানটি।
আগামী ১৩ মে, নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘টাইম ১০০ ইম্প্যাক্ট ডিনার: লিডারস শেপিং দ্য ফিউচার অব হেলথ’ অনুষ্ঠানে ড. তাহমিদ আহমেদ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অংশ নেবেন। সেখানে তিনি একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন, যা টাইমের সম্পাদকীয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।
এই অসামান্য সম্মাননা নিয়ে ড. তাহমিদ আহমেদ বলেন, ‘টাইমের ২০২৫ সালের স্বাস্থ্যে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি আমার একার নয়, বরং আইসিডিডিআর,বি-র বিজ্ঞানী, কর্মী, বৈশ্বিক অংশীদার এবং আমাদের সেবাগ্রহণকারীদের সবার সম্মিলিত প্রয়াসের ফল। আমি আশা করি, এ ধরনের স্বীকৃতি অপুষ্টি ও স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি উৎসাহ দেবে এবং স্বাস্থ্য গবেষণায় বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।’
ড. তাহমিদ আহমেদের এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ও গবেষকদের জন্যও এক অনুপ্রেরণা, যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বৈজ্ঞানিক অগ্রগতি নিশ্চিত করতে অবদান রাখছেন।
Wow